সিসিটিভির ফুটেজ দেখে ২ ব্যাঙ্ক ছিনতাইকারীকে গ্রেপ্তার করল নোয়াপাড়া থানার পুলিশ, উদ্ধার স্কুটি ও ছিনতাইয়ের টাকা

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ অক্টোবর: ব্যাঙ্ক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নোয়াপাড়া এলাকায় এক বৃদ্ধার কাছ থেকে ছিনতাই হওয়া ১৯ হাজার টাকা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করে আদালতের মধ্যমে বৃদ্ধাকে ফিরিয়ে দিল নোয়াপাড়া থানার পুলিশ। ওই বৃদ্ধার নাম নীলম সাহা। তার বাড়ি নোয়াপাড়া থানার অন্তর্গত ইছাপুর এলাকায়। শুক্রবার দুপুরে তার টাকা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে নোয়াপাড়া থানার পুলিশ ২ ছিনতাইকারীকে মাত্র ১২ ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার করে। ধৃত ২ ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা হয় বৃদ্ধার কাছ থেকে খোয়া যাওয়া ১৯ হাজার টাকা। দ্রুততার সঙ্গে পুলিশের এই সহযোগিতা পেয়ে খুশী দরিদ্র বৃদ্ধা নীলম সাহা। তিনি নোয়াপাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

পুলিশ সূত্রের খবর, শুক্রবার নীলম সাহা নামে এক বৃদ্ধা ব্যক্তিগত প্রয়োজনে গারুলিয়ার এসবিআই ব্রাঞ্চ থেকে ১৯ হাজার টাকা তুলে তা হ্যান্ড পার্সে রেখে বাড়ি ফিরছিলেন। সেই সময় টাকা ভর্তি ব্যাগ ওই বৃদ্ধার হাতেই ছিল। হঠাৎ একটি স্কুটিতে করে ২ দুষ্কৃতী এসে ওই মহিলার ব্যাগটি ছিনিয়ে নেয়। দুষ্কৃতীদের স্কুটিতে কোনও নম্বর প্লেট লাগানো ছিল না। বৃদ্ধা নীলম দেবী চিৎকার করলেও ওই দুষ্কৃতীদের সেই সময় কেউ ধরতে পারেনি। ঘটনার পরই নীলম দেবী স্থানীয় নোয়াপাড়া থানায় এসে ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন। নোয়াপাড়া থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে ১২ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ২ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।

নোয়াপাড়া থানার পুলিশ জানিয়েছে, “রাস্তায় সিসিটিভির ফুটেজ দেখে ২ ছিনতাইকারীকে শনাক্ত করা হয়েছে। এরপরই দুই দুষ্কৃতী সুরজ সাউ এবং বাপ্পা মালোকে নোয়াপাড়া থানার পুলিশ গারুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইয়ের ১৯ হাজার টাকা। ছিনতাইয়ের সময় ব্যবহৃত ওই দুষ্কৃতীদের নম্বর প্লেট বিহীন স্কুটিটি উদ্ধার করেছে পুলিশ।” ধৃত ২ দুষ্কৃতীকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করছে নোয়াপাড়া থানার পুলিশ। তৎপরতার সঙ্গে তদন্ত করে পুলিশ দরিদ্র বৃদ্ধা মহিলার টাকা উদ্ধার করে দেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন বৃদ্ধা নীলম সাহা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *