“মু্খ্যমন্ত্রী ছাড়া রাজ্যের কোনো নারী সুরক্ষিত নয়,” কালিয়াগঞ্জের ঘটনায় শুক্রবার ১২ ঘন্টার উত্তরবঙ্গ বনধের ডাক সুকান্তর

আমাদের ভারত, ২৭ এপ্রিল: কালিয়াগঞ্জে রাজবংশী ছাত্রীকে ধর্ষণ করে খুন ও পুলিশের গুলিতে এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে আগামীকাল শুক্রবার ১২ ঘন্টার বনধের ডাক দিল বিজেপি। সুকান্ত মজুমদার এই বনধের ডাক দেন। অন্যদিকে কালিয়াগঞ্জে রাজবংশীদের ওপর অত্যাচারের প্রতিবাদে ধর্নায় বসা মঞ্চ থেকে স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরীও এই বনধের ঘোষণা করেন।

কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয়ে বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ দেখায় বিজেপি। পুলিশের গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, রাজ্য সরকার পিছিয়ে পড়া জাতি, আদিবাসী ও দলিত বিরোধী সরকার। বুধবার মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করার পর থেকেই পুলিশ এই আচরণ শুরু করেছে। তদন্ত করতে যাওয়ার নামে বা তল্লাশি করতে গিয়ে সামান্য প্রশ্ন করতেই পুলিশ গুলি চালিয়েছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাজ্যজুড়ে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ ও আন্দোলনের কথা আগেই জানিয়েছিলেন সুকান্ত।

এবার তিনি উত্তরবঙ্গ জুড়ে বনধ ডাকার ঘোষণা করেন। তিনি বলেন, উত্তরবঙ্গের মানুষের উপর যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অত্যাচার নামিয়ে এনেছে তার প্রতিবাদে এই বনধ পালন করুন। স্কুল কলেজের পরীক্ষা ও স্বাস্থ্য পরিষেবা বাদ দিয়ে এই বনধ সফল করার আহ্বান জানান তিনি। তাঁর কথায় এই রাজ্যে শুধুমাত্র একজন নারী সুরক্ষিত। তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে আড়াই তিন হাজার পুলিশ ঘিরে রেখেছে। আর রাজ্যের বাকি সব নারী অসুরক্ষিত। সরকার চায় না এই রাজ্যের নারীরা সুরক্ষিত থাকুক। কামদুনির ঘটনা কবে ঘটেছে এখনো পর্যন্ত কেউ শাস্তি পায়নি। এর আগে সুকান্ত বুধবার রাতেই টুইটারে একটি ভিডিও পোস্ট করে দাবি করেছিলেন, কালিয়াগঞ্জে সাধারণ মানুষের উপর পুলিশ গুলি চালিয়েছে। তিনি এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপও দাবি করেছিলেন।

অন্যদিকে, কালিয়াগঞ্জ কান্ডের প্রতিবাদে রায়গঞ্জের দার্জিলিং মোড়ে বিজেপির যে ধর্না মঞ্চ চলছিল সেখান থেকে বনধে সিদ্ধান্তের কথা জানান স্থানীয় সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তার কথায়, “আমরা উত্তরবঙ্গবাসীর কাছে একটা মানবিক আবেদন করছি, রাজবংশীদের ওপরে যেভাবে লাগাতার অত্যাচার, রাজবংশী মেয়েদের উপর ধর্ষণও হত্যা, কালিয়াচকের বোনের নৃশংস হত্যা এবং সর্বশেষ গতকাল রাতে যে রাজবংশী ভাইকে নির্বিচারে গুলি করা হয়েছে তার প্রতিবাদে আগামীকাল উত্তরবঙ্গ জুড়ে ১২ ঘন্টার বন্ধ পালন করুন।” সেই সঙ্গে তিনি আরও জানান,
এই বনধে কোনো পিকেটিং হবে না। কেউ গায়ের জোর দেখাবে না। তাঁর আহ্বান ,”মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দেখিয়ে দিন কিভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যায়।”

প্রসঙ্গত, কালিয়াগঞ্জে এক বিজেপি কর্মীর মৃত্যুকে ঘিরে বিতর্ক তৈরি হয়। মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যুকে ঘিরে বুধবার রাত থেকে নতুন করে উত্তেজনা ছড়ায়। পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে মৃত্যুঞ্জয়ের বলে অভিযোগ। কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগাঁয়ের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করা হয় বলে অভিযোগ।

গত কয়েকদিন ধরে উত্তপ্ত রয়েছে কালীগঞ্জ। এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবি তুলে কালিয়াগঞ্জ থানা ঘেরাও করার কর্মসূচি নেয় রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সে কর্মসূচি ঘিরে ধুন্ধুমার ঘটনা ঘটে। এরপরই বুধবার রাতে সেখানে পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের খোঁজে পুলিশ আসলে তিনি বাড়িতে ছিলেন না। সেই সময় এক বয়স্ক ব্যক্তিকে মারধর করে গাড়িতে তোলা হয়। তাতে কথা কাটাকাটি হতে পুলিশ গুলি চালায় বলে অভিযোগ। সেখানে মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মনের। সে পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *