সংসদ ভবনের ক্যান্টিনে আর সাবসিডিতে খাবার নয়, ঘোষণা অধ্যক্ষের

আমাদের ভারত, ২০ জানুয়ারি:বছর দুয়েক আগে সংসদের ক্যান্টিনে ভর্তুকি তুলে দেওয়ার দাবি উঠেছিল। এবার সেই দাবিকেই মান্যতা দিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদ ভবনের ক্যান্টিনে সাবসিডিতে খাবার বিক্রি বন্ধের ঘোষণা করলেন অধ্যক্ষ। এতদিন পর্যন্ত সংসদের ক্যান্টিনে খাবার কিনলে সাবসিটি পেতেন সাংসদরা। এবার থেকে সেই ভর্তুকি বন্ধ হল।

লোকসভার বিজনেস অ্যাডভাইজারি কমিটিতে থাকা সব দলের সদস্যরা সর্বসম্মতভাবে এই ভর্তুকি বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। এবার থেকে নির্ধারিত দামে‌সংসদের ক্যান্টিন থেকে খাবার কিনে খেতে হবে সাংসদদের। সংসদ ভবনে থাকা এই ক্যান্টিনে বছরের ১৭ কোটি টাকার ভর্তুকি দেওয়া হতো। আর এই ভর্তুকির কারণেই সাংসদরা অত্যন্ত সস্তায় খাবার পেতেন।

ক্যান্টিনের রেট তালিকা অনুযায়ী এতদিন পর্যন্ত ৫০ টাকায় চিকেন কারি দেওয়া হতো, ভেট থালির দাম ছিল ৩৫ টাকা। থ্রি কোর্স মিলের দাম ছিল ১০৬ টাকা। দক্ষিণ ভারতের খাবার ক্ষেত্রেও ছাড় ছিল। মাত্র ১২ টাকাতেই পাওয়া যেত প্লেন ধোসা। ২০১৮ সালে আর টিআই এর সওয়াল-জবাবে এই তালিকা প্রকাশ করা হয়।

আগামী ২৯ জানুয়ারি থেকে সংসদে অধিবেশন শুরু হবে। সকাল ন’টা থেকে দুপুর দুটো পর্যন্ত অধিবেশন চলবে। লোকসভার কাজকর্ম বিকেল চারটে থেকে আটটা পর্যন্ত হবে।
অধিবেশন শুরুর আগে এবার সাংসদদের করোনা টেস্ট করাতে করানো বাধ্যতামূলক। ২৭-২৮ জানুয়ারি সসংসদে করোনারি আরটিপিসিআর টেস্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *