উঠল ভর্তুকি, এবার থেকে বাজার দরেই সাংসদরা খাবার কিনবেন সংসদের ক্যান্টিনে

আমাদের ভারত,৫ ডিসেম্বর:এবার সংসদের ক্যান্টিন থেকে ভর্তুকি উঠে যেতে চলেছে। এখন থেকে সাংসদরা বাজার দর খাবার কিনে খাবেন সেখানে। অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেই সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন সাংসদরা।

এতদিন সরকারকে সংসদে খাবারের ভর্তুকি বাবদ ১৭ কোটি টাকা দিতে হতো। এবার থেকে সেই টাকা আর খরচ হবে না।

দীর্ঘদিন ধরে সংসদের খাবারের ভর্তুকি নিয়ে অভিযোগ করেছে সাধারণ মানুষ।সংসদে খাবারের ভর্তুকি বিরোধিতায় সোশ্যাল মিডিয়ার পড়েছে মুহুর্মুহু পোস্ট। মূল্যবৃদ্ধিতে যখন দেশের সাধারন মানুষ নাজেহাল তখন সংসদরা কেন পাবেন ভর্তুকি? এই প্রশ্ন উঠেছে একাধিকবার।

এই বিষয়টি নিয়ে বাণিজ্য সংক্রান্ত সংসদীয় কমিটির সাথে বৈঠকে বসেন অধ্যক্ষ। সেখানেই সাংসদদের ভর্তুকি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার ওম বিড়লা ঘোষণা করে দেন, এই মুহূর্ত থেকে সংসদের খাবারের সমস্ত রকম ভর্তুকি বন্ধ করে দেওয়া হল।

সব দলের সাংসদদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সংসদের সমস্ত রকম খাবারই বাজারদরের থেকে বেশ কিছুটা কমে পান সাংসদরা। সংসদে মাটন কারি বিক্রি হয় মাত্র ৭৫ টাকা প্লেটে। চিকেন কারি বিক্রি হয়৫০ টাকা প্লেট হিসেবে। চিকেন বিরিয়ানি পাওয়া যায় ৬৫ টাকায় যা দিল্লির বাজারে তুলনায় অনেক কম।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।শুধুমাত্র যে ১৭ কোটি টাকা এর জন্য বাচবে তা নয় মানুষকে বার্তা দিতেও ভর্তুকি তুলে দিতে চাইছে সাংসদরা।এই সিদ্ধান্তের ইতিবাচক প্রভাব মানুষের মধ্যে পড়বে বলে মত রাজনৈতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *