Sukanta, Mamata, Congress, CPM বাস্তবতা নেই! কংগ্রেস- সিপিএম কখনোই তৃণমূলকে ভোট দেবে না, বুঝতে পেরেই জোট থেকে সরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন সুকান্ত

আমাদের দেশে, ২৪ জানুয়ারি: কংগ্রেস ও সিপিএমের সমর্থকরা কখনোই তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে না, এই বাস্তবটা বুঝতে পেরেই কংগ্রেসের সঙ্গে রাজ্যে জোটের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের এমনই প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, অস্বাভাবিক জোট কোনদিন টেকার কথা ছিল না, তাই জোট ভেঙে গিয়েছে।

সুকান্তবাবুর কথায় ইন্ডি জোট কোনদিনই হওয়ার কথা ছিল না। ইন্ডি জোট কোনদিনই বাস্তব সম্মত বা বাস্তবিক নয়। স্বভাব বিরুদ্ধ একটা জোট ছিল।

সুকান্ত মজুমদার এক্ষেত্রে পঞ্চায়েত ভোটের কথা টেনে এনে বলেন, কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। আপনারা দেখেছেন কতজন কংগ্রেস সমর্থক মারা গেছেন। তারা তো এই তৃণমূলের হাতেই খুন হয়েছে। এখন ওরা উপরে যদি কোনো জোট করে, মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি যদি পাশাপাশি বসে ফিস ফ্রাই এবং চা খায়, তাতে যদি আপনারা ভাবেন যে নিচের তলায় কংগ্রেস সিপিএম কর্মীরা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে জোট করে, সেটা হওয়া সম্ভব নয়। রাজনৈতিকভাবে এটা মূর্খতা।মমতা বন্দ্যোপাধ্যায় এই বাস্তবটা বুঝতে পেরেছেন, তাই জোটে উনি থাকতে চাইছেন না। বাংলায় সিপিএম ও কংগ্রেস কোনদিনই এই জোটের পক্ষে ছিলেন না।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বর্ধমানে যাওয়ার জন্য হেলিকপ্টারে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “না আমার কংগ্রেসের সঙ্গে কোনো কথা হয়নি। আমার সঙ্গে কারো কোনো কথা হয়নি, আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একা লড়বো। মঙ্গলবার রাহুল গান্ধী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের আসন সমঝোতা নিয়ে আলোচনা চলছে। সময়মতো তার ফল আপনারা জানতে পারবেন। মমতাদির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো হ্যাঁ, এটা ঠিক যে মাঝে মাঝে আমাদের বা ওদের কেউই জোট নিয়ে বিরূপ মন্তব্য করে ফেলেন তবে তা জোটের পথে বাধা হবে না বলেই মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *