আমাদের ভারত, ১১ জানুয়ারি: রবিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার একদিকে যেমন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এস আই আর শুনানিতে ডাক পড়া নিয়ে প্রতিক্রিয়া দেন, তেমনই চন্দ্রকোনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ের উপর হামলার ঘটনার নিয়েও সরব হন। পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা চরম লজ্জাজনক বলে অভিযোগ করেন তিনি।
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে এই ঘটনাকে গণতন্ত্রের হত্যার চেষ্টা বলে উল্লেখ করেন তিনি। সুকান্ত মজুমদার বলেন, এই ধরনের বর্বরতা বিজেপি কোনভাবেই মেনে নেবে না। তাঁর অভিযোগ, শাসক দলের মদতেই বিরোধী নেতাদের ওপর হামলা চালানো হচ্ছে এবং পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। সুকান্তবাবু বলেন, পুলিশের সামনে এই ধরনের হামলা প্রমাণ করে রাজ্যে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে ভয়ের রাজনীতি চালুর চেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী আরো বলেন, বিজেপি নেতৃত্ব ও কর্মীদের দমন করতে এই ধরনের আক্রমণ কোনো নতুন ঘটনা নয়, কিন্তু এইসব কৌশলে বিজেপি দমে যাবে না, বরং আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে সুকান্তবাবু বলেন, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে বিজেপি শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হবে।
অন্যদিকে সাংবাদিকরা এসআইআর প্রসঙ্গ তোলেন। সেখানে এসআইআর শুনানিতে অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তলব করার ঘটনার বিষয় জানতে চাইলে সুকান্ত মজুমদার স্পষ্ট বলেন, অমর্ত্য সেন হোক বা যে কোনো ব্যক্তি হোন, যিনি স্পেশাল তিনি কি আইনের ঊর্ধ্বে? তাদের গিয়ে এই প্রশ্নটা করুন। আমাদের দেশের প্রধানমন্ত্রীও লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এটাই গণতন্ত্রের নিয়ম। ফলে নোবেল জয়ী হোন, আর যেই হোন, কেউই আইনের ঊর্ধ্বে নয়।

