নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২৬ ডিসেম্বর:
মমতা ছাড়া যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভারতবর্ষ চায় না বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, যাদপুরের কিছু ছাত্ররা রাজ্যপালকে অসন্মান করছে বার বার। রাজ্যপালের চেয়ারে যাদবপুরের পড়ুয়ারা জুতো রাখছেন। সেই ছবি আমরা দেখেছি। যা কল্পনা করা যায় না বলে বৃহস্পতিবার রাজ্য সদর দফতরে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, এইধরনের ছাত্র আমরাও চাইনি। একমাত্র এই ধরনের ছাত্র মমতা বন্দ্যোপাধ্যায় চায়। তাই এই ধরনের ছাত্রদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও ব্যাবস্থা নিচ্ছেন না। ওনার এই ধরনের ছাত্রদের বিরুদ্ধে ব্যাবস্থা নেবার মুরদ নেই।
প্রসঙ্গত, বুধবার যাদবপুরে জগদীপ ধনকরকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে বাধা দেন পড়ুয়ারা। যার ফলে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি আচার্য জগদীপ ধনকর। তারপরেও যাদপুরের আন্দোলনকারিদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করেননি বলে অভিযোগ দিলীপ ঘোষের। তিনি বলেন, কি করে মমতার সরকার ব্যাবস্থা নেবে। কারণ এরাইতো মমতার ভোটার। তবে আমরা এই ধরনের ছাত্রদের বিরুদ্ধে আগামী দিনে ব্যাবস্থা গ্রহণ করবো বলে জানান দিলীপ ঘোষ।