জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলার বেশ কয়েকটি ব্লকের সঙ্গে সবং এলাকা জলমগ্ন হয়েছে নিম্নচাপের প্রবল বৃষ্টিতে। কেলেঘাই নদীর জল বাঁধ ছাপিয়ে প্লাবিত করেছে পশ্চিম মেদিনীপুরের সবং, ডেবরা, পিংলা সহ বিভিন্ন এলাকা। প্রতিবছরের বন্যা এবং মানুষের দুর্গতি নিয়ে সবং প্লাবন কেন্দ্রিক একটি লোকগানের ভিডিও সোসাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লোকগানের ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যাক্তি জলের উপর ভেলায় বসে গান গাইছেন। গানের কথায় তিনি অভিযোগ তুলেছেন সবং, পিংলা বানভাসী হলেও খোঁজখবর নেয়নি কেউই। সেক সফিউল্লাহর সেই লোকগান এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ক্রমশ ছড়িয়ে পড়ছে।