আইএনটিটিইউসি’র পৃথক সংগঠন কেউ চালাতে পারবে না: ঋতব্রত 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২০ ডিসেম্বর: আইএনটিটিইউসি’র হয়ে কোনও পৃথক সংগঠন কেউ চালাতে পারবেন না। সোমবার মেদিনীপুর শহরের প্রদ্যুৎ স্মৃতি সদনে রাজনৈতিক কর্মসূচিতে উপস্থিত দলীয় নেতা কর্মীদের এই বার্তা দিলেন সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

তিনি জানান, ট্রেড‌ ইউনিয়নের নাম ব্যাবহার  করে কোনও রকম দুর্নীতি বা অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে পড়া চলবে না। সে জন্য আমরা একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করেছি যাতে ফোন করা যাবে না, শুধুমাত্র তথ্য প্রমাণ সহ অভিযোগ জানানো যাবে। ৬২৯২৬২৪৬৩ নম্বরে অভিযোগ জানালে অভিযুক্তের সঙ্গে আমরা কলকাতা থেকে সাত দিনের মধ্যে যোগাযোগ করে তথ্য প্রমাণ খতিয়ে দেখে ব্যবস্থা নেব। তাছাড়াও  ঋতব্রত বলেন, রাজ্যে এই মুহূর্তে অসংগঠিত শ্রমিকদের সংখ্যা বেশী, তাদের অর্গানাইজ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। 

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা, সহ সভাধিপতি অজিত মাইতি, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা,
আইএনটিটিইউসি’র জেলা সভাপতি শৈবাল গিরি সহ অন্যান্য নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *