National School Games, জাতীয় স্কুল গেমসে সূচি বদলে তরুণ বাঙালি ফুটবলারদের কোনও বাধা রইলো না

আমাদের ভারত, ৩ অক্টোবর: ৬৯তম জাতীয় স্কুল গেমসে সূচি বদল হল উদীয়মান তরুণ বাঙালি ফুটবলারদের দুটি টুর্নামেন্টেই অংশ নেওয়ার কথা ভেবে। এ ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনুরোধ করেছিলেন এআইএফএফ সভাপতি বিজেপি নেতা কল্যাণ চৌবেকে। শুক্রবার এ কথা জানালেন শুভেন্দুবাবু।

শুভেন্দুবাবু শুক্রবার এক্সবার্তায় লিখেছেন, “৬৯তম জাতীয় স্কুল গেমস ফুটবল অনূর্ধ্ব ১৯ বয়েজ চ্যাম্পিয়নশিপ ২০২৫, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আগামী ৬ অক্টোবর থেকে ১০ অক্টোবর ২০২৫, তারিখের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গের অনূর্ধ্ব ১৯ স্কুলের বয়েজ দলে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ৬ জন খেলোয়াড় রয়েছে, যারা ইতিমধ্যে এই টুর্নামেন্টে খেলার জন্য রেজিস্ট্রেশন করেছে (রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর) এবং তাদের যাতায়াত সহ অন্যান্য বিষয়ও সব পাকাপোক্ত ব্যবস্থা হয়ে গেছে।

তবে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) আয়োজিত অনূর্ধ্ব ১৮ এলিট লিগ কলকাতা জোন ২০২৫-২৬ এর কোয়ালিফায়িং রাউন্ডের ম্যাচ, যেখানে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি অংশগ্রহণ করবে, তা ১০ অক্টোবর হবে বলে নির্ধারিত ছিল। এর ফলে, শ্রীনগরে ম্যাচে অংশ নেওয়া ছয়জন খেলোয়াড় ছাড়াই বেঙ্গল স্কুল ফুটবল দলকে খেলতে হতো।

এমতাবস্থায়, কিছু উদ্বিগ্ন ব্যক্তি আমার দ্বারস্থ হন যাতে এই প্রতিশ্রুতিমান তরুণ ফুটবলাররা দুটি জাতীয় স্তরের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়, কারণ এর ফলে তারা জাতীয় স্তরে খেলার মূল্যবান অভিজ্ঞতা সঞ্চয় করার সুযোগ থেকে বঞ্চিত হবে।

আমি এই বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশননের প্রেসিডেন্ট শ্রী কল্যাণ চৌবেকে অনুরোধ জানিয়েছিলাম, তিনি যথেষ্ট সহানুভূতিশীল হয়ে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির ম্যাচের সময়সূচি পরিবর্তন করেছেন এবং এখন ম্যাচটি ১৫ অক্টোবরের পরে অনুষ্ঠিত হবে।

যার ফলে এই উদীয়মান তরুণ বাঙালি ফুটবলারদের দুটি টুর্নামেন্টেই অংশ নেওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা রইলো না। আমি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ও প্রেসিডেন্ট শ্রী কল্যাণ চৌবে’কে আন্তরিক ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *