আমাদের ভারত, ২৭ ফেব্রুয়ারি:রাজ্যের ২০টি জেলায় ১০৮টি পুরসভার ভোট শুরু হয়েছে সকাল সাতটা থেকে। ভোট চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। দুই হাজারের উপর বুথে ভোটগ্রহণ হবে আজ। সশস্ত্র পুলিশ ছাড়াও পুলিশ আধিকারিকরা বুথে বুথে মোতায়েন থাকবে। কিন্তু এর মধ্যেই ভোটের আগের রাতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষকে নো মুভমেন্টের নোটিশ ধরিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। এই নোটিশ ধরানোর কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
কেন্দ্রীয় ভোটবাহিনী দিয়ে ভোট করাতে রাজি হয়নি রাজ্য নির্বাচন কমিশন। বিজেপি কেন্দ্রীয় বাহিনীর দাবি জানালেও আদালত তা খারিজ করে দেয়। সুষ্ঠুভাবে ভোট করাতে একগুচ্ছ ব্যবস্থা নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন পুরভোটের ১৪ জন ডিআইজি তিনজন এডিজি বা আই জি পদমর্যাদার অফিসার আছেন। কয়টি জেলায় ভোটের দায়িত্বে মোতায়েন থাকছে মোট ৪৪ হাজার পুলিশকর্মী। এর সঙ্গে রয়েছেন দশজন এআইএস যাদের সিনিয়র অবজারভার করা হয়েছে। সব রকম অবজারভার মিলিয়ে মোট ১৩৫ জন পর্যবেক্ষক রয়েছেন। কিন্তু তার মধ্যেও বিজেপি নেতা দিলীপ ঘোষকে নো মুভমেন্টের নোটিশ পাঠিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
দিলীপ বাবু শনিবারেই কলকাতা থেকে খড়গপুর এসে গিয়েছেন। বিজেপি সংসদ তথা দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ খড়গপুর পুরো এলাকায় ভোটার না হওয়ায় তাকে এলাকা ছেড়ে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেটের অভিযোগ সেই নির্দেশ অমান্য করেছেন দিলীপ ঘোষ। বিজেপি নেতার এই নেতার স্পষ্ট প্রতিক্রিয়া, আগের নির্বাচনে এখানে ছিলাম , এই নির্বাচনেও থাকবো।
পুরভোটে খরগপুর পৌরসভা দখলে রাখা দিলীপ ঘোষের কাছে বড় চ্যালেঞ্জ। পুরভোটে গোটা রাজ্যজুড়েই প্রচার চালিয়েছেন দিলীপ বাবু। কিন্তু তার পাখির চোখ খড়গপুর। নিজের সংসদীয় এলাকায় বরাবর আলাদা নজর দিয়ে এসেছেন বিজেপির এই সর্বভারতীয় সহ-সভাপতি। আগামী ২ মার্চ ভোটের ফল ঘোষণা। এখন দেখার খড়গপুর পুরসভায় বিজেপির ফল কি হয়।

