করোনা টিকা সম্পর্কে কোনো গুজব বা মিথ্যা তথ্য ছড়ালেই কড়া আইনি ব্যবস্থা নিক রাজ্য, নির্দেশ কেন্দ্রের

আমাদের ভারত, ২৫ জানুয়ারি:করোনার টিকা নিয়ে গুজব বা মিথ্যে ছড়ালেই কড়া আইনি ব্যবস্থা নিক রাজ্য, চিঠি লিখে এমনটাই নির্দেশ দিল কেন্দ্র। করোনার টিকাকে তড়িঘড়ি অনুমোদন দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। আবার অনেকেই বিভ্রান্তি এবং গুজব ছড়িয়েছে। ফলে এবার যারা করোনা টিকা নিয়ে গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে কড়া আইনি ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা।

গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হয়েছে। সেরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের টিকা দেওয়া হয়েছে স্বাস্থ্যকর্মী, চিকিৎসক-নার্স প্রথম সারির করোনা যোদ্ধাদের।

কিন্তু দুটি টিকা পরীক্ষা করা নিয়ে নানা ধরনের গুজব, রটনা, মিথ্যে খবর ছড়ানো হচ্ছে সারাদেশে। বলা হচ্ছে ঠিকমতো পরীক্ষা-নিরীক্ষা না করেই অনুমোদন দেয়া হয়েছে টিকাগুলিকে ফলে প্রয়োগে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

এমনি নানা সমালোচনা আলোচনা মুখে মুখে ফিরছে। তাই এই সবকিছু আটকাতে এবার চিঠি লিখে রাজ্যগুলিকে ব্যবস্থা নিতে বলল কেন্দ্র। গত সপ্তাহে আজয় ভাল্লার চিঠিতে বিপর্যয় মোকাবিলা আইন এবং এই সংক্রান্ত ভারতীয় দণ্ডবিধি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে রাজ্যগুলিকে। নির্দেশ দেওয়া হয়েছ এসব গুজব খবর রটনা বা মিথ্যা তথ্য ছড়ানো রুখতে ওইসব আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি কোনও মিথ্যা খবর ছড়ানো হলে সেই সংক্রান্ত খবর আসল তথ্য দিয়ে প্রচার চালাতে হবে।

করোনা মহামারীর প্রকোপ শুরু হতেই দেশে মহামারী আইন কার্যকর হয়েছে। সেই আইনে অন্যতম হলো গুজব রটানো বা মিথ্যা তথ্য প্রচার করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও অতিমারী শেষ হয়নি। তাই সারা দেশে মহামারী আইন এখনো কার্যকর রয়েছে। এছাড়াও ভারতীয় দণ্ডবিধি এবং বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথাও আরোও একবার রাজ্যকে মনে করিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *