পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: কেন্দ্র ও রাজ্য বাজেটে বহু প্রতিক্ষীত ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দের দাবি জানিয়ে গত ১৭ জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের ভারপ্রাপ্ত মন্ত্রী গজেন্দ্র সিং সেখাওয়াত ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেচমন্ত্রী পার্থ ভৌমিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছিল। কিন্তু গত ১ লা ফেব্রুয়ারি অন্তর্বর্তী কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ওই প্রকল্পের বিষয়ে কোনো কিছু বলেননি। বানভাসি মানুষজন আশা করেছিল কেন্দ্র বরাদ্দ না করলেও রাজ্য সরকার তার বাজেটে শীলাবতী নদী এলাকার নিম্নাংশ খনন করার জন্য অন্ততঃ টাকা মঞ্জুর করবে।
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক ও দেবাশীষ মাইতি তীব্র ক্ষোভ ব্যক্ত করে বলেন, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় কুড়ি লক্ষাধিক অধিবাসীকে প্রতি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরী ঘাটাল মাস্টার প্ল্যানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে এখনো পর্যন্ত কোনো অর্থ বরাদ্দ করেনি। ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেক বছর বর্ষার সময় সর্বস্বান্ত হচ্ছেন।
নারায়ণবাবু বলেন, প্রকল্পের জন্য চলতি অর্থ বছরে কেন্দ্র ও রাজ্য কোনও সরকারের পক্ষ থেকেই কোনও টাকা মঞ্জুর করা হলো না। আমরা গত ৫ ফেব্রুয়ারি ঘাটালে কেন্দ্রীয় বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছি। শীঘ্রই কমিটির সাধারণ সভা আহ্বান করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
ছবি: ফাইল থেকে

