করোনা পরিস্থিতিতে মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিমকোর্ট

আমাদের ভারত, ২৭ আগস্ট: মহরমের তাজিয়ার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট। করোনা পরিস্থিতির কারণেই দেশের মহরমের তাজিয়ায় নিষেধাজ্ঞা জারি করল দেশের শীর্ষ আদালত। চলতি সপ্তাহের শেষে মহরম। সেই উপলক্ষে তাজিয়া বের করার অনুমতি চেয়ে পিটিশন দাখিল করা হয়েছিল। তার বাতিল করে দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, মহামারীর পরিস্থিতিতে মহরমের তাজিয়া বের করার অনুমতি দেওয়া যাবে না। দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণে মহরমের তাজিয়া বের করা হলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তখন আবার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর করোনা ছড়ানোর দায় চাপিয়ে দেওয়া হতে পারে।

দেশের প্রধান বিচারপতি এস কে বোবদের বেঞ্চ আবেদনকারী শিয়া নেতা সৈয়দ কালবি জাভেদকে বলেন, আপনি চাইছেন এই সম্প্রদায়ের জন্য গোটা দেশকে অস্পষ্ট দিশা দেখাতে। এরপরই আবেদনকারীর আইনজীবী আদালতকে পুরীর জগন্নাথ মন্দিরের রথ যাত্রার উদাহরণ দেন। বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় সেটি সম্পূর্ণ একটি পৃথক বিষয়। দেশের প্রধান বিচারপতি বলেন, “পুরীর রথযাত্রা একটি নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ। একটি রথ এ পয়েন্ট থেকে বেরিয়ে বি পয়েন্টে যাচ্ছে। তাছাড়া পুরী ছাড়া দেশের আর কোথাও রথযাত্রা বের হয়নি। মহরমের তাজিয়া যদি তেমন কোন নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকত। আমরা ঝুঁকির কথা মাথায় রেখেও হয়তো অনুমতি দিতাম। কিন্তু তা তো নয়।”

সুপ্রিম কোর্ট আরও বলে, আমরা একটি জেনারেল অর্ডার দিতে পারিনা। তাতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। করোন সংক্রমণ ছড়ানোর দায়ে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *