আমাদের ভারত, ৫ অক্টোবর: পূর্ব মেদিনীপুরে পুলিশ, পুজোর মুখে জেলার পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছে। শনিবার এক্স বার্তায় রাজ্য পুলিশ এ কথা জানিয়েছে।
বার্তায় লেখা হয়েছে, “পড়াশোনা থামবে না।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের অঙ্গীকার ছিল বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াবার। জেলা কন্ট্রোল রুম, বিভিন্ন সামাজিক মাধ্যম বা স্থানীয় সূত্রে জেলা পুলিশ এখনও পর্যন্ত প্রায় ২৭০ জন ছাত্রছাত্রীদের নাম পেয়েছে। তাদের প্রত্যেকের হাতেই তুলে দেওয়া হয়েছে প্রয়োজনীয় বইপত্র ও দুর্গাপুজো উপলক্ষে একটি ছোট্ট উপহার। শুধু পাঁশকুড়া-কোলাঘাটই নয়, জেলা পুলিশের তরফে যে কোনও প্রান্তে ছাত্রছাত্রীদের অসুবিধায়, চেষ্টা থাকবে তাদের পাশে দাঁড়াবার।”