Rahul Sinha, SIR, যতই বিরোধিতা হোক এসআইআর হবেই, দাবি রাহুল সিনহার

আমাদের ভারত, ১৩ আগস্ট: “তৃণমূল সরকার এসআইআর নিয়ে যতই বিরোধিতা করুক, বা এটা পিছিয়ে দেওয়ার চেষ্টা করুক, এসআইআর হবেই। বিজেপি-র প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা বুধবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন।

রাহুলবাবু বলেন, নির্বাচন কমিশন আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে, ভোটার তালিকা সংশোধনের কাজ হবেই। তৃণমূল সরকার ভাষা, প্রাদেশিকতা, বাংলা ও বাঙালির আবেগকে কাজে লাগিয়েও এসআইআর আটকাতে পারবে না।

তিনি বলেন, বাংলার মানুষ চায় স্বচ্ছ ভোটার তালিকা হোক। এই পরিস্থিতিতে ভয় পেয়ে তৃণমূল সরকার এখন বলছে পার্লামেন্ট ভেঙে দিতে, পার্লামেন্ট নাকি ভুয়ো।

রাহুলবাবু বলেন, যদি ভাঙতেই হয় তাহলে ২০২১ সালের জালি ভোটে নির্বাচিত তৃণমূল সরকারকে ভেঙে দেওয়া দরকার। এবার এসআইআর হলে স্বচ্ছ ভোটার তালিকায় ভোট হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন যেভাবে এগোচ্ছে আমরা নির্বাচন কমিশনের এই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এবং তৃণমূল সরকার যে অপপ্রচার চালাচ্ছে তা নিয়ে আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *