আমাদের ভারত, ৮ ডিসেম্বর: তিনি ও তার দল বিজেপি মুসলিম পুরুষদের বহু বিবাহের বিরুদ্ধে। স্পষ্ট ভাষায় এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তাঁর কথায় স্বাধীন ভারতের কোনো পুরুষেরই তিন-চারজন মহিলাকে বিয়ের করার অধিকার থাকতে পারে না। এই ব্যবস্থাকে বিজেপি বদলাতে চায়। বিজেপি চায় মুসলিম মহিলারা ন্যায় বিচার পাক।
হিমন্ত বিশ্বাশর্মা স্পষ্টতই জানিয়েছেন, তাঁর দল মুসলিমদের একাধিক বিয়ে ও বহু সন্তানের বিপক্ষে। এআইডিইউএফ প্রধান বদরুদ্দিন আজমল কয়েকদিন আগে মন্তব্য করেন একজন মহিলা ২০ থেকে ২৫ টি সন্তানের জন্ম দিতে পারে। তাই জনসংখ্যা বাড়াতে চাইলে মুসলিমদের পন্থা মেনে কম বয়সী মেয়েদের বিয়ে দিক হিন্দুরা। আর এই পরামর্শ দিয়েই বিতর্কে জড়িয়েছিলেন বদরুদ্দিন।
এদিন বদরুদ্দিনকেই পাল্টা জবাব দিতে গিয়ে হিমন্ত বলেন, “স্বাধীন ভারতবর্ষে কোনো পুরুষেরই তিন চারটে করে বিয়ে করার অধিকার নেই। আমরা এই সিস্টেম বদলাতে চাই। মুসলিম মহিলাদের প্রতি অবিচার দূর করতে আমরা কাজ করব। আমরা চাই সবকা সাথ, সবকা বিকাশ। তাই আমরা মনে করি অসমে যদি কোনো হিন্দু পরিবার থেকে কেউ ডাক্তার হন তাহলে মুসলিম পরিবার থেকেও হওয়া উচিত। অনেকেই এভাবে ভাবেন না। কারণ তারা মুসলিম ভোট হারানোর ভয় পান।”
এরপরই বদরুদ্দিন আজমলের প্রসঙ্গ টেনে হিমন্ত বলেন, “অসমে বদরুদ্দিন আজমলের মতো নেতারা আছেন, তারা বলেন, মহিলাদের যত বেশি সম্ভব জন্ম দেওয়ার কথা, যেনো মহিলারা চাষের উর্বর জমি। কিন্তু সন্তানের জন্ম দেওয়ার সঙ্গে চাষ করার কোন তুলনা হয় না। ঠিক আছে আমাদের হিন্দু মহিলারা ২০ থেকে ২৫ টি সন্তানের জন্ম দিয়ে দেবে, কিন্তু তাদের সবার খাওয়া পড়া শিক্ষার ব্যবস্থা করতে হবে আজমলকে।”
তিনি বলেন, “আমাদের সরকারের নীতি স্পষ্ট। আমরা সকলের জন্য কাজ করি। সকলের উন্নয়ন চাই। আমরা চাই না মুসলিম ছাত্ররা মাদ্রাসাতে পড়াশোনা করে ইমাম বা জনাব হয়ে উঠুক। বিজেপি সরকার চায় সব মুসলিম বাচ্চারা স্কুলে গিয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক।”
‘মনেপ্রাণে হিন্দুত্ববাদী’দের কাছে অনুরোধ। আমাদের সাহায্য করুন। খুব আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে সাড়ে পাঁচ বছর ধরে ২৫ জন রিপোর্টার, বাংলায় একমাত্র আমরাই প্রতিদিন এই ধরণের খবর করছি। 🙏
ব্যাঙ্ক একাউন্ট এবং ফোনপে কোড:
Axis Bank
Pradip Kumar Das
A/c. 917010053734837
IFSC. UTIB0002785
PhonePay. 9433792557
PhonePay code. pradipdas241@ybl