NEET, Modi, কোনো ফন্দি আর কাজ দেবে না, নিট পিজির প্রশ্ন ফাঁস রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের, প্রশ্ন তৈরির সময়েই লুকিয়ে সমস্যার সমাধান

আমাদের ভারত, ৩ জুলাই: নিট দুর্নীতি নিয়ে তোলপাড় হয়েছে দেশ। জানা গিয়েছিল পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল নিট প্রবেশিকা পরীক্ষার। দুর্নীতি কান্ডের মাথারা শুধু প্রশ্ন ফাঁস করেই ক্ষান্ত হননি, পরীক্ষার্থীদের জন্য উত্তরও লিখে দিয়েছিলেন তারা। কিন্তু এবার আর তা হবে না। নিট পিজি পরীক্ষায় যাতে কোনওভাবেই প্রশ্ন ফাঁস না হয়ে যায় তার জন্য বড় পদক্ষেপ করা হচ্ছে, এনটিএর তরফে। এবার পরীক্ষার দিনে তৈরি হবে প্রশ্নপত্র। তাও পরীক্ষা শুরুর হওয়ার দু’ঘণ্টা আগে।

স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে, চলতি মাসে নিট পিজি পরীক্ষা হবে। প্রশ্ন ফাঁস রুখতে সেই পরীক্ষার প্রশ্নপত্র এবার পরীক্ষা শুরু হওয়ার দু’ঘণ্টা আগে তৈরি হবে। মঙ্গলবার–ই স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা অ্যান্টি সাইবার ক্রাইমের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ২৩ জুন নিট, পিজি পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু নিট ইউজিসি’র প্রশ্নপত্র ফাঁস ও গ্রেস মার্কস নিয়ে দুর্নীতির অভিযোগে দেশ তোলপাড় হওয়ায় পরীক্ষার আগের দিনে নিট পিজি পরীক্ষা বাতিল করে দেওয়া হয়। পরীক্ষা বাতিল হওয়ায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখান।

গত মাসের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্রর প্রধান নিট পরীক্ষাকে কেন্দ্র করে পরীক্ষার্থীদের যাবতীয় অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠনের ঘোষণা করেছিলেন। পরীক্ষায় দুর্নীতি নিয়ে নিয়ামক সংস্থাকে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ৮ জুলাই এই নোটিশের জবাব দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *