আমাদের ভারত, ৪ জুলাই: রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দিতে দেশের ছটি শহরের সঙ্গে কলকাতার বিমান চলাচল বন্ধ করল রাজ্য। আগামী তিন সপ্তাহের জন্য বন্ধ থাকবে বিমান পরিষেবা।
বিমান চলাচল বন্ধের জন্য কেন্দ্রের কাছে অনুরোধ করেছিল রাজ্য সরকার। রাজ্যের এই অনুরোধ মেনে নিয়েছে অসামরিক বিমান মন্ত্রক।
কলকাতা বিমানবন্দরের তরফে টুইট করে জানানো হয়েছে, দিল্লি, মুম্বাই, পুনে, নাগপুর, চেন্নাই ও আমেদাবাদের সঙ্গে। বিমান পরিষেবা বন্ধ থাকবে ৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এই পরিষেবা বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
ইতিমধ্যেই ২১ হাজার আক্রান্তের সংখ্যা পেরিয়েছে রাজ্যে। এই পরিস্থিতিতে অন্য রাজ্য থেকে লোক এলে সমস্যা আরোও বাড়তে পারে বলে আশঙ্কা রাজ্য সরকারের। আর সেই কারণেই আপাতত উড়ান বন্ধের জন্য অসামরিক বিমান মন্ত্রকে অনুরোধ করেছিল রাজ্য। রাজ্যের অনুরোধ মেনে নিয়েছে তারা।