আমাদের ভারত, ১৮ ডিসেম্বর: ভারতের হাইকমিশনের হামলার হুমকি ও সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়ার হুঙ্কার বাংলাদেশি নেতাদের। এই আচরণকে কোনভাবেই বরদাস্ত করেনি ভারত। কড়া পদক্ষেপ করা হয়েছে নয়া দিল্লির তরফে। ভারতের নো এন্ট্রি বাংলাদেশিদের। বুধবার থেকে বাংলাদেশের ঢাকায় বন্ধ হয়ে গেছে ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার। বৃহস্পতিবার আরো দুটি ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার বন্ধ করে দেওয়া হলো।
ক্রমাগত বিচ্ছিন্নতাবাদীদের হুমকি, উস্কানিমূলক মন্তব্যের পরে নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানানো হয়েছে। ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার অবস্থি। বুধবার দুপুর দুটো থেকে নিরাপত্তার কারণে সেই ভিসা সেন্টার বন্ধ করে দেওয়া হয়। কবে আবার সেটি খুলবে তা জানানো হয়নি। নিরাপত্তার কারণেই ভারত সরকারকে ভিসা সেন্টার বন্ধ করতে হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন কেন্দ্রের ওয়েবসাইটেও এই কথা উল্লেখ করা হয়েছে।
এরপর বৃহস্পতিবার বাংলাদেশের অন্য দুটি ভিসা কেন্দ্র পুরো দিনের জন্য বন্ধ দেওয়া করে দেওয়ার কথা জানিয়েছে ভারত। রাজশাহী ও খুলনার ভারতীয় ভিসা কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে।
যাদের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের পরে একদিন অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। স্থান ও সময় জানিয়ে দেওয়া হবে বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
বুধবার বিদেশ মন্ত্রকের তরফে ভারত- বাংলাদেশের হাইকমিশনের মহম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ডেকে পাঠানো হয়। বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে, সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। একই সঙ্গে হাইকমিশনে হামলার হুমকি এবং ভারতের পূর্ব ভারতের ৭ রাজ্যকে কেড়ে নেওয়ার যে হুমকি বাংলাদেশের এনসিপি নেতা দিয়েছেন তার কড়া প্রতিবাদও জানিয়েছে ভারত।

