আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২২ জানুয়ারি :
শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে হবে। তাদের আবাস যোজনার টাকা আটকে রাখা যাবে না। কোনও রকম কাটমানি নয় স্বচ্ছ ভাবে কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে একপ্রকার হুঁশিয়ারি দিয়ে কাঁথির সাংসদ শিশির অধিকারী এই কথাগুলি বলেন।
আজ তমলুকের ব্যবত্তারহাটে শ্রমিক মেলা ২০২০ উপলক্ষে অনুষ্ঠানের মঞ্চ থেকেই শিশির অধিকারী এই হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি আরো জানান যে, সামাজিক সুরক্ষা প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে পরিষ্কারভাবে তুলে ধরতেই এই শ্রমিক মেলার আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তর। আজ এই মেলার উদ্বোধন হয়েছে চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। এই শ্রমিক মেলা থেকে ৫৪২৫ জন শ্রমজীবী মানুষকে ৩ কোটি ৯৫ লাখ ৩৮ হাজার ৬৫২ টাকার অনুদান দেওয়া হয়েছে। তিন দিন ধরে চলা এই মেলা ১৪ টি স্টল থেকে শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের বিভিন্ন সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত জানানো এবং অনলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে।
কাঁথির সাংসদ শিশির অধিকারী ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দকুমার এর বিধায়ক সুকুমার দে নন্দকুমার পঞ্চায়েত সমিতির সভাপতি দিননাথ দাস ও শ্রমদপ্তরের বিভিন্ন আধিকারিকগণ।