কোভিড বেড নেই, হাসপাতালে বাইরে দাড়িয়ে থাকা অ্যাম্বুল্যান্সেই অক্সিজেন অপেক্ষারত রোগীকে

আমাদের ভারত, ১৩ এপ্রিল:হাসপাতালের বাইরে একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে অ্যাম্বুলেন্স। সবকটি অ্যাম্বুলেন্সেই রোগীরা অপেক্ষা করছেন। হাসপাতালের বেডের অভাবে গুজরাটের আমেদাবাদের সবচেয়ে বড় সরকারি হাসপাতালের বাইরে এই দৃশ্য দেখা গেছে সোমবার।

আমেদাবাদের সরকারি হাসপাতালে বেডের সংখ্যা ১২০০। কিন্তু তারপরেও বেডের অভাব হয়ে যাওয়ায় অ্যাম্বুলেন্সে অপেক্ষা করতে বাধ্য হচ্ছেন রোগীরা। তাদের কারোর কারোর অবস্থা সংকটজনক।‌ ফলে রোগীর অবস্থা যাতে স্থিতিশীল থাকে সেই কারণে অ্যাম্বুলেন্সের ভেতরেই তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করছে স্বাস্থ্যকর্মীরা।

দেশের যে দশটি রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক তার মধ্যে রয়েছে গুজরাটও। সেখানে বর্তমানে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে ৭১৬৫ জন আমেদাবাদের। সোমবার আবার আমেদাবাদে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০২১জন। মৃত্যু হয়েছে ৫৫ জনের।

শুধু গুজরাট নয় সংক্রমণ বেড়েছে অন্য বেশকিছু রাজ্যেও। ফলে সেখানেও এই পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। অন্যান্য রাজ্যের রোগীদেরও কোথাও কোথাও বেডের অভাব, কোথাও পর্যাপ্ত চিকিৎসার পরিষেবা না পাওয়ার অভিযোগ উঠছে। বেড না পেয়ে হাসপাতালে হাসপাতালে ছুটে বেড়াচ্ছে রোগী ও তার পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *