আমাদের ভারত, ১৯ ডিসেম্বর: সিবিআই- এর বিরুদ্ধে আদালতে মিথ্যা কথা বলার অভিযোগ তুলেছিলেন আগেই। এবার আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের বাবা-মা সরাসরি তদন্তকারী কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে প্রমাণ লোপাটের অভিযোগ তুলে ঘটনায় নতুন করে তদন্ত চেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত তাদের আবেদনে সাড়া দিয়ে সিবিআই- এর অবস্থান জানতে চেয়েছে ও মামলা সংক্রান্ত সব নথি সিবিআইকে আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে।
আর জি কর মামলায় বিচার প্রক্রিয়ার ওপর ওঠা অভিযোগ নিয়ে সিবিআই- এর অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। নির্যাতিতার বাবা- মায়ের আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশে ওই মামলা সংক্রান্ত নথি হাইকোর্টে পেশ করতে হবে সিবিআইকে। আগামী ২৪ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি।
বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার পরিবার হাইকোর্টকে জানায়, বিচার প্রক্রিয়ায় অনেক ত্রুটি রয়েছে। সিবিআই তদন্ত নিয়ে নির্যাতিতার বাবা-মায়ের যে ক্ষোভ আছে গত ১০ ডিসেম্বরে তার আভাস পাওয়া গিয়েছিল। সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে আর জি কর- এর ওই মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি জানতে চান কত দিনে বিচার প্রক্রিয়া শেষ হবে? সিবিআই আইনজীবী তুষার মেহতা আদালতে জানান, দ্রুতই বিচার প্রক্রিয়া শেষ হবে। এমনকি নির্যাতিতার পরিবারের আইনজীবী জানান, নিম্ন আদালতে প্রায় প্রতিদিন বিচার প্রক্রিয়ার শুনানি হচ্ছে।
আদালত আগেই এই মামলার শুনানিতে সি বি আই-কে বলেছিল নির্যাতিতার পরিবারের সঙ্গে যেন যোগাযোগ রাখেন কেন্দ্রীয় তদন্তকারীরা। কিন্তু নির্যাতিতার বাবা-মা সেদিন সুপ্রিম কোর্টে অভিযোগ করেছিলেন সিবিআই তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে না। তার বাবা সেদিন বলেছিলেন, আদালতে দাঁড়িয়ে এভাবে মিথ্যে বলা যায় তা আমরা জানতাম না। সে মিথ্যের উপর সুপ্রিম কোর্ট নজরদারি চালাচ্ছে। সিবিআই আদালতে বলেছে, তারা আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে, কিন্তু আমরা কিছুই জানতে পারি না।
আর জি কর- এ তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তথ্য প্রমাণ লোপাট ও কর্তব্যে গাফিলতি, মামলায় ৯০ দিন পেরিয়ে গেলেও চার্জ সিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিট না দেওয়ায় এই মামলায় ধৃত আর জি কর- এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলের জামিন মঞ্জুর করে আদালত। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নির্যাতিতার পরিবার।