আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১১এপ্রিল: দিল্লির নিজামুদ্দিন ফেরত ‘আত্মগোপন’ করে থাকা ১২ জন ব্যক্তির খোঁজ পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলায়। এই ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে ব্যাপক আতংকের সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে গোপনসূত্রে খবর পেয়ে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের টিম যৌথভাবে অভিযান চালিয়ে ওই ১২ জন ব্যক্তিকে খুঁজে বের করে তাদের পাঞ্জিপাড়ায় কোয়ারেন্টাইন সেন্টারে রেখেছে।
ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর জানিয়েছেন, “দিল্লির নিজামুদ্দিনের সভায় যোগ দিয়ে ইসলামপুরের গাইসাল এলাকার ১২ জন ব্যক্তি স্থানীয় একটি মসজিদে আছেন বলে আমাদের কাছে খবর আসে। সেই সুত্র ধরে পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের টিম শুক্রবার সেখানে যায়। তাদের সাথে কথা বলে জানা যায়, ওই ১২ জন মার্চ মাসের মাঝামাঝি সময়ে দিল্লি থেকে ফিরে এসেছে। তারপর থেকেই তারা ওই মসজিদে রয়েছে। দিল্লি থেকে ফিরে আসার পর তাদের প্রায় ৩ সপ্তাহেরও বেশি সময় কেটে গিয়েছে। এই সময়ের মধ্যে তাদের কারোরই জ্বর, কাশি ইত্যাদি উপসর্গ দেখা যায়নি। স্বাস্থ্য দপ্তরের টিম তাদের পরীক্ষা করে। সেই পরীক্ষাতেও তাদের কোনও উপসর্গ ধরা পরেনি। তা স্বত্তেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের প্রত্যেককে পাঞ্জিপাড়া কোয়ারেন্টাইন সেন্টারে এনে রাখা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে অহেতুক আতংকগ্রস্থ হওয়ার কোনও কারন নেই।”