Nivedita Seva Trust, Medinipur, নিবেদিতা সেবা ট্রাস্টের উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা মেদিনীপুরে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩০ আগস্ট: নিবেদিতা সেবা ট্রাস্টের মেদিনীপুর শাখার উদ্যোগে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধিত করা হলো মেদিনীপুর শহরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের। শনিবার বিকেলে বিদ্যাসাগর হলে আয়োজিত এই অনুষ্ঠানে যুগপুরুষ স্বামী বিবেকানন্দ ও তাঁর শিষ্যা সিস্টার নিবেদিতাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অনুষ্ঠানের সূচনা হয়।

এই অনুষ্ঠানে প্রায় ৫০ জন কৃতি ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের হাতে গোলাপ ফুল, মেমেন্টো এবং সম্মাননাপত্র তুলে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি’র অধ্যাপক ডঃ অরুণ কুমার চক্রবর্তী, ঝাড়গ্রাম জেলার মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক শক্তিভূষণ গঙ্গোপাধ্যায় এবং মেদিনীপুর জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) স্বপন সামন্ত।

ট্রাস্টের অন্যতম কর্ণধার দেবকুমার পন্ডা জানান, প্রতিবছরই ট্রাস্টের পক্ষ থেকে সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রক্তদান শিবির, গরিব ও দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের সদস্য দেবাশিস সিংহসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও ট্রাস্টের কার্যকর্তারা। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মত প্রকাশ করেছেন উপস্থিত অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *