আমাদের ভারত, ১৫ নভেম্বর: জল্পনা শেষ চতুর্থবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হতে চলেছেন জনতা দল ইউনাইটেডের নেতা নীতীশ কুমার। সোমবার শপথ গ্রহণ। রবিবারের এনডিএ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে নীতিশকেই মুখ্যমন্ত্রী রাখা হবে বিহারে। বৈঠকের পরই বিহারের রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতীশ কুমার।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এবার এনডিএ জোট জয়লাভ করেছে। ২৪৩ আসনের মধ্যে১২৫ টি আসন পেয়েছে তারা। অন্যদিকে মহাজোট পেয়েছে ১১০ টি আসন। দল হিসেবে যদিও তৃতীয় স্থানে রয়েছে জেডিইউ। ফলে তখন থেকেই জল্পনা শুরু হয়েছিল আদৌ কি নীতিশকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা যাবে?তবে বিজেপি আগেই স্পষ্ট করে দিয়েছিল নীতীশই মুখ্যমন্ত্রী। কিন্তু তিনি নিজে জল্পনা বাড়িয়ে বলেছিলেন এনডিএর বৈঠকে ঠিক হবে কে প্রধানমন্ত্রী হবেন?
সে জল্পনার অবসান হলো জয়ী এনডিএ বিধায়করা সর্বসম্মতিক্রমে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরলেন। কেউই এর বিরোধিতা করেননি। নীতীশ কুমারকে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়।
এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আসা লোকজন শক্তি পার্টির ভবিষ্যৎ কি হবে সে বিষয়েও সিদ্ধান্ত নেবে নীতীশ কুমার বলে জানিয়েছে বিজেপি।যারা এনডিএ বিরোধী জোট ছিলেন তারা প্রত্যেকে নীতীশ মুক্ত বিহারের ডাক দিয়েছিলেন। ফলে লোকজন শক্তি পার্টি আবারোও এনডিএতে ফিরবে কিনা তা নির্ভর করছে বিজেপির উপরে। ভোটের আগে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে আস রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাশোয়ান। তিনি নীতীশকে আর মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান না বলেই জোর দিয়েছিলেন বলে জানিয়েছেন। কিন্তু বিজেপির প্রতি তাঁর দল এবং তার আনুগত্য থাকবে বলে তাও স্পষ্ট করেছেন তিনি।
নির্বাচনে এলজিপি মাত্র একটি আসন পেয়েছে। কিন্তু জেডিইউর বড় পরিমাণ ভোট কেটেছে তারা। আর তাতেই ৩০টা আসন হাতছাড়া হয়েছে জেডিইউর। তারা ৭১ থেকে ৪৩-এ নেমে এসেছে। ফলে চিরাগ পাশোয়ানের দলের ভবিষ্যৎ কি হবে তা নির্ভর করছে বিজেপির উপরে। তবে বিহারে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতীশ তা সম্পূর্ণ নিশ্চিত হয়ে গেছে আজকের বৈঠকে।