আমাদের ভারত,১৮ জানুয়ারি: গত বছর এই সময় তিনি ছিলেন পাকিস্তানের নাগরিক। তবে আজ তিনি ভারতীয়। আর শুধু ভারতীয় নন তিনি ভারতের একটি গ্রামের নির্বাচিত পঞ্চায়েত প্রধান। তবে এই লড়াইটা সহজ ছিল না তার। বেশ কিছু বছর লড়াই করার পর ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন পাকিস্তান থেকে আসা নিতা কানোয়ার। ২০০৫ সালে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন উচ্চ শিক্ষার জন্য। আজ তিনি রাজস্থানের যোধপুরের টংকের পঞ্চায়েত প্রধান নির্বাচিত হয়েছেন।
উচ্চশিক্ষার জন্য ভারতে এসেছিলেন নিতা। তারপর থেকে এদেশে থাকতে শুরু করেন। ২০১১-ত বিয়েও হয় এদেশে। এরপর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে পান ভারতীয় নাগরিকত্ব। এবার টংক জেলার নটোওরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে বিপুল ভোটে জিতে প্রধান হলেন তিনি।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যখন দেশ উত্তাল হয়েছে। তখন স্বাভাবিকভাবেই এই খবর সাড়া ফেলেছে। নীতা জানিয়েছেন তার শশুর ঠাকুর লক্ষণ করণ তার অনুপ্রেরণা। লক্ষণ করণ এর আগে তিনবার নাটোওর গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়েছেন।
নিতা ভারতে চলে এলেও তার বাবা ও ভাই এখনও পাকিস্তানের সিন্ধ প্রদেশেই রয়েছেন। সেখানে তারা কৃষি কাজ করেন। নিতার সঙ্গে তার দিদি অঞ্জনা ভারতীয় নাগরিকত্ব পেয়েছিলেন। চলে এসেছেন নিতার মা মোহন কানোয়ার। তিনি তার মামার কাছে থাকেন।
নীতা জানান ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য তিন বছর ধরে লড়েছেন তিনি। তারপর ২০১৯ এর টংকের কালেক্টর দপ্তর থেকে নাগরিকত্ব পান তিনি। বছর ৩৬-র নিতা ৩৬২ ভোটে হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী সোনু দেবীকে।