অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৬ এপ্রিল: লকডাউন পরিস্থিতিতে নিজেদের সামর্থ্য মতো দুঃস্থ অসহায় শবর পরিবারের পাশে দাঁড়ালো ঝাড়গ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা নিঃস্বার্থ ফাউন্ডেশনের সদস্যরা।
জঙ্গলমহলের বেশিরভাগ মানুষই দিন আনে দিন খায়। বর্তমান করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা রাজ্য জুড়ে চলছে লকডাউন। এর জেরে অসহায় দরিদ্র মানুষের দৈনন্দিন জীবনে রুজি রোজগার বর্তমানে বন্ধ। তাই আজ তাদের সাহায্য করতে এগিয়ে এল ঝাড়গ্রামের নিঃস্বার্থ ফাউন্ডেশনের সদস্যরা। এদিন ঝাড়গ্রাম ব্লকের জারাপারা গ্রামের ৬৫ টি শবার পরিবারের হাতে আলু, মুড়ি, বিস্কুট, তেল, সাবান, হলুদ, সোয়াবিন তুলে দিলেন নিঃস্বার্থ ফাউন্ডেশনের সদস্যরা।
নিঃস্বার্থ ফাউন্ডেশনের সদস্য সাগরিকা দাস বলেন, আমরা কিছুজন সদস্য কিছু কিছু টাকা দিয়ে এই মহামারীর সময় দিন আনা দিন খাওয়া গরিব পরিবার গুলির হাতে কিছু খাবার তুলে দিনাম। নিঃস্বার্থ ফাউন্ডেশনের কাছ থেকে সাহায্য পেয়ে খুশি অসহায় দরিদ্র পরিবারগুলো।