রাজেন রায়, কলকাতা, ৩ সেপ্টেম্বর: বিগত কয়েক মাস যুদ্ধে কলকাতা মেডিকেল কলেজকে এগিয়ে রাখতে দিনে ১২ ঘন্টারও বেশি মেডিক্যাল কলেজ হাসপাতালে সময় কাটিয়েছেন নির্মল মাজি। কিন্তু অতিরিক্ত পরিশ্রম করলে মাঝে মাঝে জবাব দেয় শরীরও। ফলত মস্তিষ্কে রক্তক্ষরণের জেরে গুরুতর অসুস্থ হয়ে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি হলেন মন্ত্রী নির্মল মাজি। কার্ডিয়োলজি বিভাগে ভর্তি করা হয়েছে তাঁকে। সূত্রের খবর, আগামীকাল বা সোমবার অস্ত্রোপচার করা হতে পারে। ইতিমধ্যেই তৈরি করা হয়েছে ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড।
হাসপাতাল সূত্রে খবর, প্রতিদিনই সকাল থেকে মন্ত্রী বিভিন্ন বিল্ডিংয়ের ঘুরে ঘুরে করোনার চিকিৎসা পরিকাঠামো দেখাশোনা করেন। তার জেরেই কলকাতার করোনা চিকিৎসায় সামনের সারিতে কলকাতা মেডিকেল কলেজ। এ দিনও সকাল থেকেই ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলেন মন্ত্রী নির্মল মাজি। তারই মধ্যে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি ভর্তি করানো হয় এসএসকেএম-এ। সেখানে সিটি স্ক্যান করার পরই ধরা পড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সাবডুয়াল হেমাটোমা ধরা পড়েছে নির্মল মাজির। তারপরেই তাকে বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোলজিতে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে মন্ত্রীর অবস্থা আপাতত স্থিতিশীল।

