সাথী দাস, পুরুলিয়া, ৭ এপ্রিল: ভাইয়ের মৃত্যুতে দাদার এফআইআর দায়ের ঝালদা থানায়। নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যুর কারণ রহস্যে ভরা। এর তদন্তের দাবি জানিয়ে লিখিত অভিযোগ করলেন নিহত নিরঞ্জনের দাদা নেপাল বৈষ্ণব। ওই অভিযোগে নিরঞ্জনের মোবাইল ফোনের হারিয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। পুলিশকে খোঁজের জন্য বলেন নেপাল।
ঝালদার বৈষ্ণব পাড়ায় অস্বাভাবিক ভাবে মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়িতে এদিন জেলা পুলিশের একটি তদন্তকারী দল যায়। সেখানে তারা জিজ্ঞাসাবাদ করে মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে। মৃতের দাদা নেপাল বৈষ্ণব লিখিত অভিযোগে পুলিশের বিরুদ্ধে তার ভাইয়ের উপর প্রবল চাপ সৃষ্টি করার অভিযোগ আনেন। তার ভাইকে দিয়ে সাদা কাগজে লিখিয়ে নেওয়ার কথাও বলেন তিনি। জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগন এদিন সিবিআই নিয়ে কিছু না বললেও নিরঞ্জনের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানান। উল্লেখ্য, ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল নিরঞ্জনের দেহ। একটি সুই সাইড নোটও পাওয়া গিয়েছিল দেহের পাশ থেকে।