ইতিহাস ভারতের! টোকিও অলিম্পিকে জ্যাভলিনে সোনা জিতলেন নীরজ চোপড়া

আমাদের ভারত, ৭ আগস্ট: শেষ পর্যন্ত খড়া কাটল। ইতিহাস তৈরী করে টোকিও অলিম্পিকে ভারতের জন্য সোনা জিতলেন নীরজ চোপড়া। অলিম্পিকের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক এন্ড ফিল্ড শুধু পদক জিতলেন নীরজ চোপড়া তা নয় একেবারে সোনা জিতে রেকর্ড গড়লেন। অভিনব বিন্দ্রার পর ব্যক্তিগত বিভাগে জ্যাভলিন থ্রোয়ে হরিয়ানার এই ছেলেটির হাত ধরেই এলো সোনা।

শনিবার ফাইনালের তৃতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ ছুড়ে পদক জেতেন তিনি। এর আগে অ্যাথলেট বিভাগে ভারত সোনা তো দূর কোন পদক জিততে পারেনি কখনো। আজ সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ চোপড়া। এর আগে পর্যন্ত অলিম্পিকে মাত্র নয়টি সোনা ছিল ভারতের। এর মধ্যে আটটি ছিল হকিতে। ব্যক্তিগত বিভাগে মাত্র একটি সোনা। ২০০৮ এর বেজিং অলিম্পিকে অভিনব বিন্দ্রা জিতেছিলেন শুটিংয়ে। এরপর আক্ষেপ ছিল ব্যক্তিগত বিভাগে কেউ সোনা না জেতায়। আজ সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ। দ্বিতীয় ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন তিনি।

শনিবার জ্যাভলিন থ্রো এভিন্টের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন নীরজ। প্রথম চেষ্টায় ৮৭.০৩ মিটার ছুঁড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান নীরজ। ৮৭.৫৮ মিটার দূরে ছুঁড়ে দ্বিতীয় প্রচেষ্টায় দূরত্ব আরো বাড়িয়ে নেন তিনি। হাত থেকে জ্যাভলিন বেরোনো মাত্রই পিছনের গ্যালারির দিকে তাকিয়ে দুহাত তুলে উল্লাস করতে থাকেন নীরাজ। সেখানে বসে ছিলেন তার কোচ ও ভারতীয় দলের আধিকারিকরা।

এদিনের ইভেন্টে চেক প্রজাতন্ত্রই থ্রোয়াররাই ছিল তার মূল প্রতিদ্বন্দ্বী। কিন্তু শেষ থ্রোয়ে তারা দুজনেই দুটি ফাউল করে বসেন। ফলের নিজের ষষ্ঠ থ্রোয়ের আগেই সোনা জিতে যান নীরজ।

১৩৫ কোটি দেশে প্রথম ভারত সোনার পদক এল, জ্যাভলিনে।ভারতীয় খেলার ইতিহাসে নতুন ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে এই নিয়ে এখনো পর্যন্ত ৭ পদক এল ভারতে। একটি সোনা, দুটি রূপো ও ৪ টি ব্রোঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *