আমাদের ভারত, ৬ নভেম্বর: বল্লভগড়ের কলেজ ছাত্রীর নিকিতা তোমর হত্যাকাণ্ডে ৭০০ পাতার চার্জশিট দাখিল করল সিট। চার্জশিটে বলা হয়েছে দু বছর ধরে এই খুনের চক্রান্ত করেছিলঅভিযুক্ত যুবক তৌসিফ।
২৬ অক্টোবর কলেজের বাইরে রাস্তার উপর নিকিতাকে গুলি করে তৌসিফ বলে অভিযোগ। নিকিতা সঙ্গে ছিল তার এক বান্ধবী। প্রকাশ্য রাস্তায় নিকিতাকে গুলি করেছিল তৌসিফ। অপহরণের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পরই নিকাতাকে গুলি করে সে। এই ঘটনায় লাভ জিহাদের অভিযোগ উঠেছিল।
নিকিতার পরিজনদের দাবি ছিল তৌসিফ নামের ওই যুবক অনেকদিন ধরে নিকিতাকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে। এমনকি ওই যুবকের মা’ও নিকিতাকে ধর্ম পরিবর্তন করে নিকাহ করার জন্য চাপ দিতো।
ঘটনার ১১ দিনের মাথায় চার্জশিটে সিট দাবি করেছে এই ঘটনায় ১১ জন প্রত্যক্ষদর্শী রয়েছেন।তাদের যথাযথ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীকে লাইসেন্স সহ বন্দুক দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীর সঙ্গে গানম্যানও রাখার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য ২৬ অক্টোবর কলেজে পরীক্ষা দিতে গিয়েছিল নিকিতা। পরীক্ষার শেষে রাস্তার ওপর দাঁড়িয়ে ছিল সে। তখনই তৌসিফ ও তার এক সঙ্গী এসে অপহরণের চেষ্টা করে নিকিতাকে। কিন্তু ব্যর্থ হতেই নিকিতাকে তাক করে গুলি করে তৌসিফ। এরপর সেখান থেকে চম্পট দেয় তারা। ঘটনাস্থলেই মৃত্যু হয় নিকিতার। ঘটনার ৫ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা দায়ের করা হয়। নিহত ছাত্রীর বাবা জানিয়েছেন দু’বছর আগেও নিকিতাকে একবার অপহরণের চেষ্টা করেছিল তৌসিফ। তখন পুলিশের কাছে অভিযোগ জানিয়েও শেষে ফিরিয়ে নেন তিনি। ফলে পুলিশ সেবার তৌসিফের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেয়নি।