পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ নভেম্বর: ৬৯ তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে, আজ পশ্চিম মেদিনীপুর জেলাতে ‘স্বাধীনতার ৭৫ তম বর্ষ, সমবায়ের বিকাশ এবং ভবিষ্যৎ’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন সমবায়ী এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন এবং সমবায়ের ভবিষ্যৎ সম্পর্কে তাদের মত পোষণ করেন।
মেদিনীপুরে বিদ্যাসাগর হলের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যাসাগর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান প্রদীপ মহাপাত্র এবং উপস্থিত ছিলেন নাবার্ডের আধিকারিক উষা রমেশ।

