লক ডাউনে হেমতাবাদে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য বিশেষ উদ্যোগ নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৯ জুন: করোনা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে বন্ধ হয়ে রয়েছে সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় দেড় বছর ধরে স্কুলে পঠন পাঠন একেবারেই বন্ধ। চলছে অনলাইন ক্লাসের মাধ্যমে পড়াশুনা। কিন্তু গ্রামগঞ্জের দুস্থ গরিব পড়ুয়ারা এই অনলাইন শিক্ষা থেকে অনেকটাই পিছিয়ে। ফলে ভূলতে বসেছে তাদের পাঠ্যক্রম। গ্রামগঞ্জের এই খুদে পড়ুয়াদের পড়াশুনার জগতে ফিরিয়ে আনার উদ্যোগ নিল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ শাখা। সামাজিক দূরত্ব বিধি মেনে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় ২০ জন ছাত্রছাত্রীকে নিয়ে পড়াশুনা করার শিবিরের সূচনা করা হলো।

স্কুল বন্ধ থাকায় চরম ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার খুদে পড়ুয়ারা। এইসব খুদে পড়ুয়াদের নিয়ে সামাজিক দূরত্ব বিধি মেনে হেমতাবাদের ঠাকুরবাড়ি এলাকায় পড়াশুনা করার জন্য শিবিরের আয়োজন করল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ শাখা। এদিনের সূচনা পর্বে সংগঠনের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে পড়াশুনার সামগ্রী সহ চকোলেট হাতে তুলে দিয়ে আগ্রহী করা হয়। নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হেমতাবাদ শাখার সম্পাদক গৌড় চন্দ্র মন্ডল জানিয়েছেন, লকডাউনের জেরে জেলার প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়ারা অনলাইনের মাধ্যমে সেভাবে পড়াশুনা করতে পারছেনা। এই সমস্ত খুদে পড়ুয়াদের শিক্ষাদানের লক্ষ্যেই এই শিবিরের উদোগ নেওয়া হয়েছে। প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পাঠদান দেবেন প্রাথমিক স্কুলের শিক্ষকরা। যতদিন না বিদ্যালয়গুলি পুনরায় চালু হবে ততদিন পর্যন্ত চলবে এই শিক্ষাদানের শিবির। শুধু এই জেলা নয় রাজ্যের অন্যান্য জেলাতেও এই ধরনের কর্মসূচির আয়োজন করা হবে বলে জানিয়েছেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। এদিকে দীর্ঘদিন বাদে প্রায় স্কুলের মতো পড়াশুনার পরিবেশ পেয়ে খুশী গ্রামগঞ্জের খুদে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *