জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ মে:
কোভিড কাটতেই আবার নাইট ম্যারাথনের আয়োজন করতে চলেছে মেদিনীপুর শহরের তরুণ সংঘ ব্যায়ামাগার। রাজ্য স্তরের এই ম্যারাথনে অংশ নিতে চলেছে বিভিন্ন জেলার ২৪০ জন প্রতিযোগী। আগামী ২৮ মে ওই ম্যারাথনে পুরুষদের পাশাপাশি অংশগ্রহণ করবে ১২ থেকে ৩৫ বছরের মহিলারাও। পুরুষদের জন্য ৬ কিলোমিটার এবং মহিলাদের জন্য ৪ কিলোমিটার ধার্য করা হয়েছে।
করোনা পরিস্থিতিতে গত দু’বছর ম্যারাথন বন্ধ ছিল। এদিন এক সাংবাদিক বৈঠকে নাইট ম্যারাথনের ঘোষণা করে ক্লাবের কর্মকর্তা হীরালাল মণ্ডল বলেন, “এই রাজ্যস্তরের নাইট ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করবে ৬টি জেলার পুরুষ ও মহিলারা। প্রতিটি জেলা থেকে ২০ জন পুরুষ ও ২০ জন মহিলা প্রতিযোগী অংশ নেবে। বয়সসীমা পুরুষদের ক্ষেত্রে ১২ থেকে ৪৫ বছর এবং মহিলাদের ক্ষেত্রে ১২ থেকে ৩৫ বছর। পুরুষদের ক্ষেত্রে দূরত্ব ধার্য করা হয়েছে ৬ কিমি ও মহিলাদের ক্ষেত্রে ৪ কিমি। রাত ৮টায় শহরের এলআইসি মোড় থেকে পঞ্চুর চক বটতলা, নান্নুর চক হয়ে ফের কালেক্টরির এলআইসিতে শেষ হবে ম্যারাথন।”