পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: জকপুর মহিষা গোটগেরিয়া ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য নাইট ফুটবল প্রতিযোগিতা। মাঠের চারপাশজুড়ে ছিল হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষের উপস্থিতি, যা খেলাকে আরও উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশের রূপ দেয়।

এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব অজিত মাইতি। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে তিনি খেলাধূলার গুরুত্ব তুলে ধরেন এবং এলাকার তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
রাতের আকাশের নিচে আলোকমালায় সাজানো মাঠে শুরু হওয়া এই প্রতিযোগিতা ইতিমধ্যেই ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে বিভিন্ন দলের অংশগ্রহণে চলবে এই টুর্নামেন্ট।

খেলা দেখতে হাজির মানুষের ভিড় ও উদ্দীপনা প্রমাণ করে—এলাকার ক্রীড়া সংস্কৃতি এখনও সমানভাবে প্রাণবন্ত ও জনপ্রিয়।

