এনআইএর বড় অভিযান খালিস্থান পন্থীদের বিরুদ্ধে, ছয় রাজ্যের ৫০টি জায়গায় তল্লাশি

আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: কানাডার সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এই পরিস্থিতিতেই খালিস্থানি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে দেশের ছয় রাজ্যে বড়সড় অভিযান চালালো এনআইএ। বুধবার সকালে এনআইএ খালিস্থানি গ্যাংস্টারদের খোঁজে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরাখন্ড ও উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়।

সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় এই জাতীয় তদন্তকারী সংস্থা। পাঞ্জাবের ৩০টি, রাজস্থানের ১৩টি, হরিয়ানার ৪টি উত্তরাখণ্ডের ২টি সহ দিল্লি- উত্তর প্রদেশ মিলিয়ে মোট ৫০টি জায়গায় অভিযান চালায় এনআইএ। ভারতের সন্ত্রাসমূলক কার্যকলাপে আর্থিক মদত দিচ্ছে অন্য দেশে বসে থাকা খালিস্থানপন্থী বিচ্ছিন্নতাবাদী কিছু নেতা ও গ্যাংস্টাররা। হাওয়ালার মাধ্যমে টাকা ছাড়াও মাদক ও অস্ত্র পাচার করা হচ্ছে ভারতে। এইসব কার্যকলাপের সঙ্গে খালিস্তানিদের যোগসূত্র পাওয়া গেছে। তাই এই তল্লাশি অভিযান।

তবে অন্য আরেকটি সূত্রে খবর, তদন্ত সংস্থার কাছে খালিস্থানি ও আইএসআই যোগের তথ্য প্রমাণও রয়েছে। ইউএপিএ’র অধীনে জেল বন্দি জঙ্গি ও খালিস্থানি নেতাদের জেরা করে জানা গেছে গ্যাংস্টারদের এই জোট বিদেশের মাটি থেকে ভারতের সন্ত্রাসবাদী কার্যকলাপে আর্থিক মদত, অস্ত্র সরবরাহ ও দেশ বিরোধী কার্যকলাপে সাহায্য করত।

সম্প্রতি কানাডায় নাগরিকত্ব পাওয়া খালিস্থানি জঙ্গি হরদীপ সিং নির্জ্জরের মৃত্যু ঘিরে ভারতের সঙ্গে কানাডার তুমুল বিরোধ বাধে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন, নির্জ্জরের মৃত্যুতে ভারতের যোগ থাকতে পারে। ভারত সেই অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করে দিয়ে কড়া ভাষায় কানাডার প্রধানমন্ত্রীর মন্তব্যের কড়া জবাব দেয়। তারপর থেকেই দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *