প্রবীর মাহাতো হত্যা মামলায় ছত্রধর মাহাতোকে হেফাজতে চেয়ে আবেদন এনআইএ-র

রাজেন রায়, কলকাতা, ২৫ সেপ্টেম্বর: সম্প্রতি তৃণমূলের রাজ্য সম্পাদক পদে যোগ দিয়েছেন এক সময়ে জঙ্গলমহলের অবিসংবাদী নেতা ছত্রধর মাহাতো। তাকে ঘিরেই জঙ্গলমহলে উত্থান হয়েছিল তৃণমূলের। এবার তাকেই হেফাজতে চেয়ে এনআইএ বিশেষ আদালতে আবেদন করল এনআইএ।

সূত্রের খবর, ২০০৯ সালের ১৪ই জুন লালগড়ে সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুনের ঘটনায় ছত্রধর-সহ ৫ জনকে হেফাজতে নেওয়ার দাবি জানিয়েছে এনআইএ। যদিও রাত পর্যন্ত সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন বিচারক।

প্রসঙ্গত, এই সূত্রেই গত ২৮ ও ২৯শে আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কোবরা ক্যাম্পে ছত্রধর মাহাতোকে জেরা করা হয়েছিল। ছত্রধর মাহাতো বলেন, তৃণমূলের রাজ্য সম্পাদক হওয়ার পর আমার রাজনৈতিক কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল দেখে ভয় পাচ্ছে বিজেপি। তাই আমাকে আটকাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছে। তবে এদিন ছত্রধর মাহাতো তাকে হেফাজতে নেওয়ার আবেদন শোনার পর শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *