বিশ্বরূপ অধিকারী, আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ সেপ্টেম্বরঃ জঙ্গি কান্ডে ফের মুর্শিদাবাদে তল্লাশি অভিযান এনআইএ’র। গত ১৯ সেপ্টেম্বর মুর্শিদাবাদ জেলার ডোমকল মহকুমার বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে মোট ছয় জন আল-কায়েদার সঙ্গে যোগাযোগ রাখার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেফতার করা হয়েছিল ডোমকলের বাসিন্দা লিয়ান আহমেদ’কে। মঙ্গলবার দুপুরে তার বাড়িতে আবার তল্লাশির চালালেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার লিয়নের বাড়িতে দুপুর ১টা নাগাদ লিওন আহমেদকে সঙ্গে নিয়ে উপস্থিত হন এনআইএ ও বিএসএফের তদন্তকারী দল। তার বাড়িতে প্রায় ৪০ মিনিট ধরে চলে তল্লাশি অভিযান।
যদিও তার পরিবারের দাবি, কোনও কিছুই মেলেনি ঘর থেকে, ফলে খালি হাতে ফিরে যেতে হয় এনআইএ এর ওই বিশেষ প্রতিনিধি দলটিকে। যদিও সংবাদ মাধ্যমে সামনে কোনও কিছু বলতে চাননি তদন্তকারী সংস্থার কর্মীরা।
মুর্শিদাবাদ জেলাতে ছয় জন জঙ্গি ও কেরালা থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার পর আতঙ্কিত হয়ে পড়েন মুর্শিদাবাদ জেলাবাসী। গত দুই দিন আগে জলঙ্গী থেকে আরও একজনকে গ্রেফতার করে এনআইএ। মুর্শিদাবাদ জেলাতে কোথায় কোথায় কি ছক কষছিল এবং কি কাজ করা হত তার তদন্ত করে মঙ্গলবার এনআইএ আধিকারিকরা।