স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৫ মে: চাকদহ থানার পুলিশকে সঙ্গে নিয়ে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (NIA) অফিসাররা কল্যাণীতে মাওবাদীদের খোঁজে। তারা এদিন কল্যাণী ব্লকের সরাটি গ্রাম পঞ্চায়েতের কালিপুর এলাকায় যান।
অসমে ২০ বছরের পুরোনো মাওবাদী হামলায় জড়িতদের খোঁজে হানা দিল এনআইএ। তবে কাউকে পাওয়া যায়নি এদিন।
এলাকায় খোঁজখবর নিয়ে তারা জানতে পারেন অভিযুক্তরা আর সেখানে থাকেন না। ফেরার নির্মলা বিশ্বাসের বর্তমানে বয়স ৫১ বছর ও আমিরুদ্দিন আহমেদের বর্তমানে বয়স ৫২ বছর। এই দুজনের ছবি পোস্টার সাঁটানো হয়েছে। পোস্টারে বলা হয়েছে এদের সন্ধান দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা যায়, অসমের গুয়াহাটিতে মাওবাদী হামলার সূত্রে এর আগেও বিভিন্ন রাজ্যের পুলিশ এই দুই অভিযুক্তের খোঁজে এই এলাকায় এসেছিল।
স্থানীয় বাসিন্দা প্রতিমা বিশ্বাস জানান, “নির্মলারা পাঁচ বোন ছিল। ওতো আগে আমার ছেলেকে টিউশনি পড়াতো। শুধু আমার ছেলেকে বললে ভুল হবে আমাদের বাড়ির সবাইকে ও পড়িয়েছে। মদনপুরে ওর জামাইবাবু গৌড় চক্রবর্তী। উনি একজন মাওবাদী নেতা। শুনেছি ওনার সাথেই ওর ওঠাবসা। প্রায় ১৯ বছর নির্মলার জামাইবাবু জেলে ছিলেন। মনে হয় জামাইবাবুর হাত ধরে নির্মলা মাওবাদী আন্দোলনে যোগ দিয়েছিলেন।”
ছবি: এলাকার বাসিন্দারা।