সাথী দাস, পুরুলিয়া, ১৩ এপ্রিল: এনআইএ’র তল্লাশির তালিকায় আন্তরাজ্য সীমান্ত এলাকায় থাকা জেলা পুরুলিয়াও। পুরুলিয়ায় জঙ্গির খোঁজে পুরুলিয়ায় বিভিন্ন হোটেলে তল্লাশি করে গিয়েছে এনআইএ। পুরুলিয়ায় ভুয়ো নামে দু’দিন আশ্রয় নিয়েছিল জঙ্গিরা। এই মর্মে গত ৬ এপ্রিল পুরুলিয়া শহরের বিভিন্ন হোটেলে এসে তদন্ত করে গিয়েছে এনআইএ। হোটেল কর্তৃপক্ষদের কাছে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছে এনআইএ। তবে এনআইএ আধিকারিকরা হোটেল মালিকের কাছে জিজ্ঞাসাবাদ করে চলে যান।
পুরুলিয়া শহরের বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত এক হোটেলের মালিক শ্যাম সুন্দর লোহারিবাল বলেন, “এনআইএ আধিকারিকরা এসে রেজিস্ট্রার তল্লাশি করেন। সন্দেহভাজন কেউ এসেছিলেন কি না জানতে চান। এছাড়া সিসিটিভির ফুটেজ দেখেন তাঁরা।”
পুরুলিয়া শহরের ওই এলাকারই অপর একটি হোটেলের মালিক অমল মুখার্জি জানান, “কয়েকদিন আগে কয়েকজন তদন্তকারী সংস্থার লোকজন এসেছিলেন। মোবাইলে জঙ্গীদের ছবি দেখিয়ে জানতে চেয়েছিলেন এই হোটেলে তারা এসেছিল কি না। রেজিস্ট্রারের নাম দেখে ছবি তুলে নিয়ে গিয়েছিলেন। কিন্তু এখানে নামের কোনো মিল পাওয়া যায়নি ।”