জে মাহাতো, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৯ আগস্ট:
লালগড় আন্দোলনের সময়কার দুটি পুরনো মামলায় প্রাক্তন জনসাধারণের কমিটির নেতা ছত্রধর মাহাতোকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গতকাল শুক্রবার লালগড়ের ধরমপুর এলাকায় প্রবীর মাহাতো নামে এক সিপিএম কর্মী খুনের ঘটনা সম্পর্কে জানতে ছত্রধর মাহাতোকে শালবনির কোবরা ক্যাম্পে ডেকে দুপুর এগারোটা থেকে ৫ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী সংস্থাটির কলকাতা শাখার ডিএসপি কাঞ্চন মিত্র ও এসপি পদমর্যাদার অন্য এক আধিকারিক।
এরপর দক্ষিণ-পূর্ব রেলের বাঁশতলা স্টেশনে মাওবাদীদের দ্বারা রাজধানী এক্সপ্রেস আটকে রাখার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য শনিবারও ডেকে পাঠানো হয় ছত্রধর মাহাতোকে। এদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত দু’ঘণ্টা জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। জেরা শেষ হওয়ার পর ক্যাম্পের বাইরে বেরিয়ে ছত্রধর মাহাতো বলেন, রাজধানী এক্সপ্রেস আটকানোর ঘটনার সময় তিনি জেলে ছিলেন। সুতরাং এ বিষয়ে তার কিছুই জানা নেই, তবে তদন্তের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন।

ছত্রধর মাহাতোর আইনজীবী কৌশিক সিনহা বলেন, এগারো বছর পর বিচারাধীন মামলা দুটির পুন: তদন্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে আইন আইনের পথে চলবে। ছত্রধর মাহাতো এগারো বছর আগের মামলার পুনঃতদন্তের যৌক্তিকতা নিয়ে উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে আইনজীবী কৌশিক সিনহা জানিয়েছেন।
প্রসঙ্গত, এগারো বছর আগের এই দুটি মামলার পুনঃ তদন্ত করতে চেয়ে কলকাতার বিশেষ আদালতে আবেদন জানিয়েছিল এনআইএ। সেই আবেদন মঞ্জুর হওয়ার পর তদন্তকারী সংস্থার আধিকারিকরা ছত্রধর মাহাতোকে জেরা শুরু করে।

