এনআইএ’কে রামনবমীর হিংসার তদন্তের নির্দেশ, টুইটে সন্তোষ সুকান্ত, শুভেন্দুর

আমাদের ভারত, কলকাতা, ২৭ এপ্রিল: হাইকোর্টের নির্দেশে এনআইকে) রামনবমীর হিংসার তদন্তভার দেওয়ায় টুইটে সন্তোষ প্রকাশ করেছেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সুকান্তবাবু টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গে রামনবমীতে ঘটা সহিংস ঘটনাগুলি এনআইএ-তে স্থানান্তর করার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানাই৷ এই দাঙ্গাগুলি পূর্ব পরিকল্পিত এবং টিএমসি সরকারের সমর্থনে উস্কে দেওয়া হয়েছিল। এটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তেজক বক্তৃতায় ছড়িয়েছিল।”

শুভেন্দুবাবু টুইটারে লেখেন, “সংবিধানের অভিভাবক পশ্চিমবঙ্গে রামনবমীর মিছিল সংক্রান্ত হামলা ও গোলযোগের বিষয়ে এনআইএ তদন্তের নির্দেশ দিয়ে আবারও জনসাধারণের মধ্যে আস্থা জাগিয়েছেন। এনআইএ-এর তদন্ত এড়াতে সত্যকে চাপা দেওয়ার চেষ্টায় রাজ্য সরকারের দুরভিসন্ধিকে আরও একবার ইঙ্গিত করেছেন কলকাতার মাননীয় হাইকোর্ট। আমি কলকাতায় মাননীয় হাইকোর্টের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানাই। আপনার বিশ্বাস আপনার ভয় থেকে বড় হয়ে উঠুক। জয় শ্রী রাম”।

প্রসঙ্গত, রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *