NIA, Priyangu Pandey, কেন্দ্রীয় ফরেনসিক টিমকে সঙ্গে নিয়ে বিজেপি নেতা প্রিয়াংঙ্গু পান্ডের গাড়িতে তল্লাশি চালালো এনআইএ

আমাদের ভারত, ২৮ অক্টোবর: ২৮শে আগস্ট বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডের গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা ঘটেছিল। বিজেপি নেতার গাড়ির সামনে দুষ্কৃতীদের গুলি চালানোর সেই হাড়হিম করা ফুটেজ আলোড়ন ফেলে দিয়েছিল। ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং পরিষ্কার জানিয়েছিলেন, তৃণমূলের পদাধিকারীদের নির্দেশেই প্রিয়াঙ্গু পান্ডেকে খতম করার চক্রান্ত করেছিল দুষ্কৃতীরা।

রাজ্যের নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ঘটনার তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই ঘটনার তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএর তদন্তকারীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। এবার ঘটনার দিন যে গাড়িটি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছিল সেই গাড়িটি খতিয়ে দেখতে ভাটপাড়া থানায় উপস্থিত হন কেন্দ্রীয় ফরেনসিক টিমের সদস্যরা। এমনকি ভাটপাড়া থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে ডেকে পাঠানো হয় বিজেপি নেতা প্রিয়াংঙ্গু পান্ডেকে। সেই সঙ্গে সেদিনের ঘটনার পুনর্নির্মাণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *