আগামী ১৮ এবং ১৯শে ‘ভুখা মানুষের অধিকার অভিযান’

আমাদের ভারত, কলকাতা, ১৫ জানুয়ারি: ১৮ এবং ১৯ জানুয়ারি মিছিল ও সমবেশের মাধ্যমে ‘ভুখা মানুষের অধিকার অভিযান’ কলকাতার ধর্মতলায় এবং রাজ্য সম্মেলন মধ্যমগ্রামের বাদুতে করতে চলেছে ‘ভুখা মানুষের অধিকার অভিযান’ মঞ্চ।

সোমবার এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এই অভিযান হল একটি ক্ষুধার্ত শ্রমজীবী ​​মানুষের মঞ্চ, যাদের সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক অধিকারের জন্য রাষ্ট্র দিনের পর দিন সাংবিধানিক অধিকারকে ক্রমাগত পদদলিত করছে। সেই সাথে মানবাধিকার লঙ্ঘনের মতো কাজকে বর্ধিত করছে।

মঞ্চটি তার প্রতিশ্রুতি দায়বদ্ধতার জন্য জনপ্রিয় এবং শ্রমিকদের অধিকারগুলি বজায় রাখতে অবিলম্বে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। এই মঞ্চ তাঁদের জন্যই কথা বলবে। আমাদের দেশের রাষ্ট্রশক্তি শুধু ব্যস্ত দেশের কিঞ্চিত কিছু উচ্চবিত্ত জনগোষ্ঠির তোষামোদ করার কাজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *