কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৯ মে:
দাসপুর থানার মামুদপুরের বাসিন্দা স্বপন দাস পেশায় দাসপুর সমবায় সমিতির কর্মচারি। স্বপন বাবুু এই
লকডাউনে সামাজিক দূরত্ব মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। কিন্তু জাঁকজমক করে বিয়ের পর বৌভাতের অনুষ্ঠান করার কথা থাকলেও করোনাভাইরাসের আতঙ্কে লকডাউনের নিয়মে সেই সব অনুষ্ঠান বাতিল হয়ে গেছে।অসহায় গরিব মানুষদের পাশে থাকতে বৌভাতের অনুষ্ঠানটি অন্যরকম ভাবে পালন করলেন তিনি।
নববধূ ও পরিবারের সদস্যদের নিয়ে এলাকার গরিব দুঃস্থদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও মিষ্টির প্যাকেট তুলে দিলেন স্বপন বাবু এবং তার স্ত্রী। ২০০ জন গরিব অসহায়দের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন। এই উদ্যোগে খুশি গ্রামবাসীরা। সমাজসেবী তপন চক্রবর্তী জানান, স্বপন বাবু মানবিকতার একটা দৃষ্টান্ত তুলে ধরলেন।