পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ জুলাই: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ শাখার নবগঠিত জেলা কমিটি গঠিত গত শুক্রবার। আজ আনুষ্ঠানিকভাবে ওই কমিটি দায়িত্ব গ্রহণ করল।
রবীন্দ্রনগরে অবস্থিত জেলা ফেডারেশন দপ্তরে এক সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জেলা ফেডারেশনের প্রেসিডেন্ট শীতল প্রসাদ বিদ- এর উপস্থিতিতে নতুন কমিটির ঘোষণা করা হয়।
নবনির্বাচিত জেলা কমিটিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সিদ্ধেশ্বর বোস। ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রশান্ত চক্রবর্তি এবং সম্পাদক পদে দায়িত্ব নিয়েছেন রাহুল সিং। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন অঞ্জন রায়।
এই নতুন কমিটিতে মোট ২৫ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন, যাঁরা জেলার সরকারি কর্মচারীদের স্বার্থরক্ষায় বলিষ্ঠ নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে।