সাথী দাস, পুরুলিয়া, ১৯ নভেম্বর: নর্দমা থেকে এক সদ্যোজাত উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া জেলার ঝালদা শহরে। আজ ভোর রাতে ঝালদা পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের ধীবর পাড়ার এক বাসিন্দা নবজাতকটিকে উদ্ধার করেন।
উত্তম সূত্রধর নামে ওই বাসিন্দা ভোরের দিকে শৌচকর্ম করতে যাওয়ার সময় বাচ্চার কান্না শুনতে পান। নর্দমার কাছে গিয়ে তিনি দেখেন একটি প্লাস্টিকের বস্তায় মোড়া ওই সদ্যোজাতটি রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি কর্তব্যরত পুলিশ কর্মীকে বিষয়টি জানান এবং স্থানীয় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। খবর পেয়ে চাইল্ড লাইনের সদস্যরা গিয়ে সদ্যোজাতর উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকারী উত্তম ও তাঁর পরিবার নবজাতককে তাঁদের কাছে রাখতে চেয়ে আর্জি জানান। প্রতিবেশীরাও তাঁর সঙ্গে সাথ দিয়ে নবজাতকটিকে হাসপাতাল থেকে ফিরিয়ে দেওয়ার জন্য দাবি জানান। দীর্ঘক্ষণ এই পরিস্থিতির মুখোমুখি হন চাইল্ড লাইনের সদস্যরা। শেষ পর্যন্ত ঝালদা থানার পুলিশের সহযোগিতায় শিশুটিকে পুরুলিয়া নিয়ে যেতে পারেন চাইল্ড লাইনের সদস্যরা।
চাইল্ড লাইনের সদস্যা শিল্পা রাজোয়াড় জানান, “যাঁরা উদ্ধার করেছে তাঁরা বাচ্চাটি রাখতে চান। কিন্তু এই ভাবে তো সম্ভব নয়। সরকারি বিধি মেনে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করার পরামর্শ দিয়েছি তাঁদের।”
এদিকে, এই নিয়ে একই স্থান থেকে গত কয়েক মাসে তিনটি নবজাতক উদ্ধার হল। যার মধ্যে এটাই জীবিত বলে জানান স্থানীয়রা। কে বা কারা এই গর্হিত কাজ করছেন প্রশাসনের কাছে তাঁদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
চাইল্ড লাইনের জেলা কো-অর্ডিনেটর অশোক মাহাতো জানান, “বর্তমানে শিশুটি পুরুলিয়া সদর হাসপাতালের অসুস্থ নবজাতকদের চিকিৎসা বিভাগে রয়েছে। চিকিৎসকরা জানান সে সুস্থ রয়েছে। ২ কেজি ৭০০ গ্রাম ওজন রয়েছে।” তিনি এদিনের ঘটনা সমাজের ব্যাধি বলে জানান, “সচেতনতা বাড়িয়ে তুলে তা দূর করতে সরকারের সঙ্গে যৌথ ভাবে কাজ করে চলেছি। “