গোপাল রায়, আরামবাগ, ৬ নভেম্বর: নদীর বাঁধের ধারে ঝোপঝাড় থেকে সদ্যোজাত শিশু উদ্ধার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে আরামবাগের দ্বারকেশ্বর নদীর বাঁধ এলাকায়। বৃহস্পতিবার রাতে স্থানীয় মানুষ নদীর পাড় দিয়ে চলার সময় দেখতে পান নদীর বাঁধের নিচের দিকে একটি ঝোপের মধ্যে এক সদ্যজাত শিশু তোয়ালে জড়ানো অবস্থায় পড়ে আছে। এর পরই এলাকার মানুষ জড়ো হয়। খবর দেওয়া হয় আরামবাগ থানার পুলিশকে। পুলিশ এসে শিশুটিকে ঝোপের মধ্যে থেকে উদ্ধার করে।
অসুস্থ শিশুটিকে প্রাথমিক চিকিৎসা করার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ওই শিশুটির শ্বাসকষ্ট হওয়ার কারণে চিকিৎসার জন্য আরামবাগ মহকুমা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। কে বা কারা শিশুটিকে এইভাবে ফেলে গেল, সে বিষয়ে তদন্ত নেমেছে আরামবাগ থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।