পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: বর্ষবরণে সারা দেশ ও রাজ্যের সঙ্গে মেতে ওঠে মেদিনীপুর শহরবাসী। মেদিনীপুর শহরের বিভিন্ন বড় রাস্তার মোড়ে যেমন রং দিয়ে ২০২৫ সালকে বিদায় জানিয়ে নতুন ইংরেজি নববর্ষ ২০২৬- কে স্বাগত জানিয়ে লেখা হয়, তেমন নতুন বছরের শুরুতেই আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তাই মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে একদিকে যেমন বর্ষবরণ অনুষ্ঠান, সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।

মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে মঞ্চ তৈরি করে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ তৃণমূলের পতাকা উত্তোলন ও মিষ্টিমুখের মধ্য দিয়েই দিনটি পালন করেন তৃণমূলের নেতা ও কর্মীরা। বুধবার রাত বারোটার পর বিগত দিনে যেসব তৃণমূল কর্মীরা রাজনৈতিক শহিদ হয়েছেন তাদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পরেই দলীয় পতাকা উত্তোলন করেন যুব তৃণমূল সভাপতি নির্মাল্য চক্রবর্তী। তারপরেই রীতিমত বাজি ফাটিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন ও সৌজন্য বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।


